• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এমএসসি ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন

৯ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯:০৭

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এমএসসি ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী জানুয়ারির স্প্রিং সেমিস্টার থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এম. এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু করা হচ্ছে।

৯ ডিসেম্বর শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ মিরপুর রোডের ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এক ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্তকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ইমরান মাহমুদ,  এম. এসসি. ইন সাইবার সিকিউরিটির প্রোগ্রমের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান এবং সহকারি অধ্যাপক ড. শাপলা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনকালে প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন বলেন, ডিজিটাল প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু এবং সাইবার নিরাপত্তা ছাড়া জীবন ঝুঁকিপূর্ণ। সামাজিক মাধ্যম থেকে অনলাইন ব্যাংকিং পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর আমাদের নির্ভরশীলতা, সাইবার স্পেসে দুর্বলতার দ্বারকেও খুলে দিয়েছে। ইন্টারনেট এবং মোবাইলের দ্রুত বিকাশ, সাইবার নিরাপত্তাকে কেবল ব্যক্তি এবং ব্যবসায়ের জন্য নয়, পুরো জাতির জন্য প্রধান উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ যখন স্মার্ট জাতি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, তখন সাইবার সিকিউরিটির ভূমিকা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেছে।

তিনি বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় কর্মক্ষেত্রের গতিশীল চাহিদা পূরণের জন্য উদ্ভাবনী ও সৃজনশীল শিক্ষামূলক সমাধান প্রদানের অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আমাদের সাইবার সিকিউরিটি বিষয়ে  এম.এস.সি. প্রোগ্রামটি ডিজিটাল নিরাপত্তা ক্ষেত্রে দক্ষতার ঘাটতি দূর করার একটি কৌশলগত উদ্যোগ। এই প্রোগ্রামটি সাইবারসিকিউরিটি সেক্টরের বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী সুনিপুণভাবে ডিজাইন করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে যে আমাদের স্নাতকরা শুধু তাত্ত্বিক ধারণাতেই নয়, বাস্তবিক প্রয়োগেও পারদর্শী হবেন।

সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ইমরান মাহমুদ বলেন,  এম.এস.সি. সাইবার সিকিউরিটি একটি ব্যাপক প্রোগ্রাম, যা তাত্ত্বিক জ্ঞান এবং ব্যাবহারিক দক্ষতা একত্রিত করে।

এম. এসসি. ইন সাইবার সিকিউরিটির প্রোগ্রাম পরিচালক ও সহযোগী অধ্যাপক মোঃ মারুফ হাসান বলেন,  এই প্রোগ্রামে আমরা, আইটি এবং নন-আইটি পটভূমির ছাত্রছাত্রীদের স্বাগত জানাই, যাতে করে তারা সাইবার নিরাপত্তা বিষয়ে নিজেদেরকে তৈরী করে বিভিন্ন ক্ষেত্রে দেশের কাজে আসতে পারে। কোর্সগুলি ইন্ডাস্ট্রি পেশাদার এবং বিশেষজ্ঞ অনুষদ সদস্যদের দ্বারা পরিচালিত হয়, এটি নিশ্চিত করে যে, প্রদত্ত শিক্ষা বর্তমান এবং শিল্প-সংশ্লিষ্ট। আমরা বিশেষাযয়িত সাইবারসিকিউরিটি ল্যাব এবং ব্যাবহারিক ল্যাব কোর্স অফার করা হয়।

আইটির ছাত্রছাত্রীদের জন্য প্রোগ্রামের মেয়াদ ১.৫ বছর (৩ সেমিস্টার) এবং নন-আইটির ছাত্রছাত্রীদের জন্য মেয়াদ বাড়িয়ে ২ বছর (৪ সেমিস্টার) করা হয়েছে। ছাত্রছাত্রীদের থিসিস ভিত্তিক এবং প্রজেক্ট ভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সুবিধা রয়েছে।

আইটির ছাত্রদের জন্য প্রোগ্রামের খরচ থিসিস ভিত্তিক বিকল্পের জন্য ১,৪৫,৩৭৫ টাকা থেকে প্রজেক্ট ভিত্তিক বিকল্পের জন্য ১,৪৮,৩৭৫ টাকা পর্যন্ত। নন-আইটির ছাত্রছাত্রীদের জন্য খরচ হল, থিসিস ভিত্তিক প্রোগ্রামের জন্য ২,২৩,৭৫০ টাকা এবং প্রজেক্ট ভিত্তিক প্রোগ্রামের জন্য ২,২৬,৭৫০ টাকা ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমাদের এম.এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম শুধু একটি শৈক্ষিক প্রস্তাব নয়; এটি নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত বাংলাদেশ গড়ার প্রতি একটি অঙ্গীকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩