নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্যের বিশেষ আমন্ত্রণে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ইসমাইল জবিউল্লাহ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন অনুষদের ডিনগণ তাদের নিজ নিজ অনুষদের পাঠ্যক্রম উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব পেশ করেন। একাডেমিক কাউন্সিল বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সেগুলো গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক ২০২২ সালের বিভিন্ন প্রোগ্রামের ডিগ্রি অনুমোদনের প্রস্তাব করলে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজিস্ট্রার ড. নাদিও বিন আলী সভায় আনুষঙ্গিক তথ্যসমূহ সরবরাহ করেন।
সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন, বিভাগীয় প্রধানগণ, ইন্সটিটিউট প্রধানগণ, বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য আলোচনার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাফল্য অর্জিত হয়েছে। আজকে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের এই বিশ্ববিদ্যালয় এখন ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। এই ধারা অব্যহত রাখতে আমাদের আরও প্রাণান্তর প্রচেষ্টায় কাজ করতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available