• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:০৪:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:০৪:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

১৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৫:২৮

জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা আর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

এ উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কর্মকর্তা চন্দন হালদার, কাউসার আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।  

স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো শেষে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় কেম্পাসের নলেজ টাওয়ারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্লাবসমূহের অংশগ্রহণে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে উদ্‌যাপন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

এসময় ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বর্ণিল সাজে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়। সন্ধ্যায় লাল-সবুজের মোহনীয় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস উদ্ভাসিত হয়ে উঠে। সাধারণ শিক্ষার্থীরা বিজয় র‌্যালির আয়োজন করে। জাতীয় সঙ্গীত ও বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয়।

এছাড়া, দেশাত্মবোধক গান, নাচ ও নাটকের মাধ্যমে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগে যে বিজয় দিবস আমরা পেয়েছি, তার যথাযোগ্য পালন সম্পন্ন হয়। এই চেতনাকে মনে ও প্রাণে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার প্রতিজ্ঞা গ্রহণ করেন সকলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭