ঢাকা কলেজ, প্রতিনিধি: ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা, এমন বিপ্লবী এক স্লোগানের মধ্যে দিয়ে দানব স্বৈরাচার গোষ্ঠীকে বিদায়ের মহানায়ক বীর শহিদদের স্মরণে বুক ভরা ভালোবাসা, আবেগ নিয়ে শহিদী মার্চ পালন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সম্বন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহিদদের স্মরণে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদী মার্চ পালন করার আহ্বান জানান।
তার প্রেক্ষিতে সকাল সাড়ে ১১টায় বৃষ্টির বাধা উপেক্ষা করে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে থেকে স্বতঃস্ফূর্তভাবে শহিদী মার্চ বের করেন কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব করে ১২.৪৫ মিনিটে শহিদী মার্চ কর্মসূচি কলেজ ক্যাম্পাস-সাইন্সল্যাব হয়ে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
শহিদী মার্চে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ফ্যাসিবাদী ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, শাপলা চত্বরের রক্ত, বৃথা যেতে দিবো না, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আইয়ুব মুজিব হাসিনা, স্বৈরাচার মানিনা।
শহিদী মার্চের শুরুতে কেন্দ্রীয় সম্বন্বয়ক নাজমুল হাসান বলেন, ৫ আগস্ট ইতিহাসের বর্বরতম গণহত্যাকারী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভুত্থানে পালিয়েছে। আমরা চাই বাংলাদেশ আর কোন স্বৈরাচার জন্ম না হোক। আর কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ তৈরি না হোক। যাদের হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
শহিদী মার্চে কর্মসূচিতে ঢাকা কলেজের অন্যতম সম্বন্বয়ক গাজি হোসাইন মাহমুদ বলেন, ফ্যাসিজম হটানোর একমাস আজ পূর্ণ হয়েছে, এজন্য আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের সাহায্য করেছেন। তবে আমাদের মনের বাসনা এখনো পূর্ণ হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available