ঢাকা কলেজ প্রতিনিধি: ভারত ও বাংলাদেশের মধ্যে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে হত্যার শিকার হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ‘নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চা’র গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণসভা করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
৭ আগস্ট সোমবার বেলা ১২টায় শাখা ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসের নেতৃত্বে মৌন মিছিল শুরু হয়।
মিছিলটি ঢাকা কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’, ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দিতে থাকে।
শাখা ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, দীর্ঘ ১৭ বছর ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা করতে দেওয়া হয়নি। আজকে আমরা ভারতে বিদ্বেষী প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি পালন করছি। দেশপ্রেমের বলি হয়ে ভারতের ষড়যন্ত্রে ইসকন ও ছাত্রলীগ আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন ছাত্রসংগঠনের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, হত্যা ও গুম করেছে। আমরা ছাত্রলীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, আবরার আমাদের ভাই। আবরারের রক্তের বিনিময়ে আবারও আমাদের দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস যেন মুক্তবুদ্ধি চর্চা ও গণতান্ত্রিক ক্যাম্পাসে পরিণত হয়। ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের পরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি।
গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য ঢাকা কলেজ ছাত্রদল সহযোগিতা করবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available