ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে হলের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মনিরুল ইসলাম জিসান, নর্থ হলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনসহ ছাত্রদলের ঢাকা কলেজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মনিরুল ইসলাম জিসান বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবে প্রতিদিন বেড়েই চলছে মৃত্যুর হার। এজন্য দেশবাসী ও ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। ডেঙ্গুর লার্ভা থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসকে মুক্ত করতে তারা চেষ্টা করছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। ছাত্রদল এদেশের ক্রান্তিকালে সকল দুর্যোগে জাতীয়তাবাদী ছাত্রদল সকল সময়ে জনগণের পাশে থেকেছে।
কিন্তু বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের কোথাও সাধারণ জনগণের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য জোড়ালোভাবে কাজ করার সুযোগ পায়নি। তাদের ফ্যাসিবাদী আচরণের কারণে আমাদের সেইসব সুযোগ সংকুচিত ছিলো। আপনারা জানেন, বিগত জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে। ফলে সারা বাংলাদেশে এখন কিছুটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় ছাত্রদল দেশগঠনে ও তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে চৌকস, মেধাবী ও ত্যাগী নেতাকর্মী দরকার সেই নেতাকর্মী গঠনের প্রয়াস ছাত্রদল চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজকের এই উদ্যোগ।
ঢাকা কলেজ উত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন বলেন, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আজকের এই অভিযান পরিচালনা হচ্ছে। গত ৫ আগস্টের পর যখন আমরা হলে উঠলাম, তখন মশার প্রচুর উৎপাত লক্ষ্য করলাম। এর মধ্য সাউথ হলের একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা আমাদের খুবই চিন্তিত করেছে। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে, একটা অভিযান দিলে হয়তো এর প্রাদুর্ভাব কিছুটা কমবে। এটা পুরোপুরি নির্মূল করতে আমরা ধাপে ধাপে কর্মসূচি দিবো। এছাড়া সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে অলরেডি আমরা একটা ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম হাতে নিয়েছি। এরকম ভাবে সাধারণ শিক্ষার্থী সম্পৃক্ত হবে এরকম সামাজিক কার্যক্রম আমরা সামনে দিবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available