• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৩:০৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৩:০৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমেটাম

৯ মার্চ ২০২৫ সকাল ০৭:৪৭:৪৩

ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার জন্য আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা। এসময়ের মধ্যে দাবি মানা না নেওয়া হলে ৯ মার্চ রোববার রাতে ফের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন তারা।

৮ মার্চ শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ছাত্রীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এ আলটিমেটাম দেন। এরপর তারা দুই ঘণ্টার বেশি সময় বিক্ষোভ সমাবেশ করে রাজু ভাস্কর্য ছেড়ে আবাসিক হলে ফিরে যান।

উমামা ফাতেমা বলেন, অন্তর্বর্তী সরকার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। পুলিশ-সেনাবাহিনীসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের মতো অমানবিক ও নৃশংস ঘটনার পর এখনো আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষককে আদালতে উপস্থাপন করেনি। বাধ্য হয়ে আমরা মধ্যরাতে রাস্তায় নেমে এসেছি।

তিনি বলেন, আমাদের স্পষ্ট ঘোষণা, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ জড়িতদের অবিলম্বে আদালতে হাজির করতে হবে। আমরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিচ্ছি। যদি সরকার ধর্ষককে বিচারের মুখোমুখি করতে না পারে, তাহলে রোববার সন্ধ্যা ৭টায় আমরা আবারও এ রাজু ভাস্কর্যে আসবো, বিক্ষোভ করবো; প্রতিবাদ জানাবো। আমাদের এ আন্দোলন চলবে।

গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবির মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের পরিস্থিতি খারাপ হয়েছে, হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অফিসে বসে বসে শুধু বেতন নিচ্ছেন। দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা আজকের এ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানাচ্ছি।

রাবেয়া আক্তার নামে এক ছাত্রী বলেন, নারীরা আজ একটুও নিরাপদ নয়। আমি আজকে বের হয়েছি, রাষ্ট্র কি আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? আমাদের দাবি, আমরা যাতে নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।

এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কবি সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসেন হলটির আবাসিক ছাত্রীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের ছাত্রীরা।

মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাত ১টার দিকে তারা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ছাত্রীদের এ বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল ছাত্ররাও অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১