ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাবি অধিভুক্ত ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে ৩০ অক্টোবর বুধবার সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন বক্তব্য দেন সাত কলেজ আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না করলে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
ইতোমধ্যে আপনারা সাত কলেজের শোষণ ও বৈষম্যের কথা জেনে গেছেন। গত সাত বছর যাবত শুনে এসেছেন। শুরুতেই আমরা রাস্তায় নেমে যায়নি। গত ২২ সেপ্টেম্বর আমরা প্রাথমিকভাবে সংবাদ সম্মেলন করি। সে সময় জনগণের ভোগান্তির কথা ভেবে রাস্তা ব্লকেড করিনি। আমরা শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি), ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু কারও প্রতিক্রিয়া না পেয়ে রাস্তায় নেমেছি।
সাত কলেজের চূড়ান্ত সমাধান চায় উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থী। আমরা রাস্তায় বসে এক মিনিটও সময় নষ্ট করতে চাই না। ছোটখাট দাবি মেনে নিয়ে বাস্তা ছেড়ে দেই, তাহলে তিন মাস বা এক বছর পরে রাস্তায় আবার নামা লাগবে। এই সাতটি কলেজ এক সময় কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। কিন্তু উচ্চশিক্ষার জন্য চূড়ান্ত কোন সমাধান এই কলেজগুলোকে দেওয়া হয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, সর্বশেষ রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করি। এর মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় একাডেমিক ও প্রশাসনিক সংকট নিরসনের জন ১৩ সদস্যের কমিটি গঠন করেছে। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কমিটিকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ নেই। এছাড়া এই কমিটিতে কোনো সাত কলেজ প্রতিনিধি না থাকায় আমরা বর্জন করেছি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজ নিয়ে পরীক্ষামূলক কোন সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। সাত কলেজ নিয়ে আর কোন ব্যাডমিন্টন খেলা চলবে না। প্রয়োজনে আমরা সাইন্সল্যাবে দুপুরে রান্না করে খাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available