• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২১:২২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২১:২২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানি করার প্রতিবাদে ঢাবি প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন

২৫ মে ২০২৩ বিকাল ০৫:৪৭:২৩

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানি করার প্রতিবাদে ঢাবি প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন

আফরুজা আভা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে শিক্ষার্থীদের হয়রানি করার প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ২৫ মে বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের মুল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে, নিউমার্কেট, শাহবাগ চত্বর ও ঢাবি পার্শ্ববর্তী রাস্তায় বিক্ষোভ মিছিল করে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

জানা যায়, অধিভুক্ত ৭ কলেজের ফলাফল বিড়ম্বনা, শিক্ষার্থীদের ভোগান্তিসহ নানা সমস্যা নিয়ে শুরু থেকেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনের পক্ষ থেকেও ঢাবি কর্তৃপক্ষকে বার বার শিক্ষার্থীদের এসব সমস্যা নিয়ে তাগিদ দেয়া সত্ত্বেও মেলেনি কোন সমাধান। এরই প্রেক্ষিতে গত ২১ মে ৭ কলেজের শিক্ষার্থীরা ৭ কলেজ সমন্বয়ক প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্যের স্বাক্ষরিত লিখিত কিছু দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সাথে দেখা করতে যায়। এসময় সেখানকার কর্মচারীদের দ্বারা হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের শিকার হয় তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ঢাবি কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষার্থী হয়রানির ঘটনা নতুন নয়। ৭ কলেজের অফিসিয়াল সফটওয়্যারটিতে প্রতিনিয়তই বিভিন্ন সমস্যা ও ফলাফল সমন্বয় নিয়ে নানা কারণে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে আসতে হয়। এসময় শিক্ষার্থীরা বেশ ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের দাবি, মানববন্ধনের মাধ্যমে তারা ঢাবি প্রশাসনকে বার্তা দিতে চান যে, অচিরেই শিক্ষার্থী হয়রানি ও তাদের উত্থাপিত ৭ দফা দাবি বাস্তবায়িত না হলে বিক্ষোভ ও কঠোর আন্দোলন অব্যাহত থাকবে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের ৭ দফা দাবি-  
১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। 
২. তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। 
৩. দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে। বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে। 
৪. সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে। 
৫. সাত কলেজের শিক্ষার্থীরা কার কাছে, কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে; তা ঠিক করে দিতে হবে। 
৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 
৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি আসছে
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৩:২৯