ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২২ সনের ১ম বর্ষের (সম্মান) নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার শুরু হয়ে নিয়মিত বিরতিতে ক্রমান্বয়ে স্ব স্ব বিভাগের সময় অনুযায়ী এ পরীক্ষা শেষ হবে ৩ ডিসেম্বর।
১১ সেপ্টেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহারুল হক চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। সকল বিভাগের প্রতিটি পরীক্ষা আরম্ভের সময় সকাল ৯ টা। পরিক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।
ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজসমূহের পরীক্ষার কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা এবং সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সরকারি বাঙলা কলেজ শিক্ষার্থীরা এবং কবি নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পরীক্ষার সময় ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাবি হতে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যেকোন ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available