কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তিন ঘণ্টার ব্যবধানে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেদ আলী (৬০) ও সুমন মিয়া (৪৩) নামের দুই কারাবন্দি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সাবেদ আলী কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার এগারো সিন্দুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। তিনি ২০০৩ সালের পাকুন্দিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
অপরদিকে সুমন মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মারামারি ও হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিল।
৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সাবেদ আলী ও ভোর চারটার দিকে সুমন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী সাবেদ আলীকে গত বুধবার কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেফার্ড করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুমন মিয়াকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেফার্ড করে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই গতরাতে মারা গেছেন। মৃতদের মরদেহ কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available