• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩১:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩১:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

৫ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:২৫:৪৪

সিলেটে কারখানার সার পাচারকারীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা থেকে সার পাচার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন এ কমিটির সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানাটি উৎপাদনে যাওয়ার পর সার পাচারের অভিযোগ ওঠে। কিন্তু ঘটনাটি লোকমুখে বলাবলি হলেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত ৩৩ বস্তা সার পাচারকালে ট্রাক আটক করে কারখানার নিরাপত্তা বিভাগ। এ নিয়ে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো গত ৩০ সেপ্টেম্বর সার ভর্তি ট্রাক বেরিয়ে যাচ্ছিল। এরমধ্যে সন্দেহ একটি ট্রাক দাঁড় করিয়ে নিরাপত্তা কর্মীরা আনলোড করে সারের বস্তাগুলো গুনে ৩৩ বস্তা সার অতিরিক্ত ধরতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বলেন, অতিরিক্ত সারবোঝাই ট্রাক প্রায়ই বেরিয়ে যাচ্ছে। ওই সারগুলো আশুগঞ্জ পৌঁছানোর কথা ছিল। কারখানার এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এভাবেই সার পাচার হচ্ছে।

অতিরিক্ত সার বহনকারী ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াবুল হোসেন বলেন, এ ঘটনায় কারখানার জিএম (এমটিএস) প্রকৌশলী মো. মকধুম আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩