• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে প্রেস ব্রিফিং করে ঢাকায় ফেরত গেলেন তদন্ত কমিশন

৫ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৫:০৮

সৈয়দপুরে প্রেস ব্রিফিং করে ঢাকায় ফেরত গেলেন তদন্ত কমিশন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকের সাথে প্রেস ব্রিফিং করে ঢাকায় ফেরত গেলেন তদন্ত কমিশনের তিন সদস্য।

৪ আগস্ট রোববার কমিটির পক্ষে এসে ব্রিফিংয়ে বিচারক খন্দকার দিলুরুজ্জামান জানান, গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতা-নাশকতার ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য, বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠিত হয়। কমিশনের অপর ২ সদস্য হলেন বিচারপতি এ কে এম জাহিদ সারোয়ার এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

কমিশন পূর্ব নির্ধারিত সময়সূচির অংশ হিসেবে তদন্তের প্রয়োজনে ৪ আগস্ট দুপুর তিনটার দিকে ঢাকা থেকে রংপুরে যাওয়ার উদ্দেশ্য সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার বিষয় ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে না। তাই, কমিশন সৈয়দপুর বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করে সাংবাদিকদের সাথে কথা বলে ঢাকায় উদ্দেশ্য রওনা হন।

পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন তদন্ত কার্যক্রম পুনরায় শুরু করার জন্য রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাবে জানিয়ে বিচারক খন্দকার দিলুরুজ্জামান আরও বলেন, কমিশন এ বিষয়ে স্পষ্ট করতে চায় যে, কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার জন্য এবং তদন্তে প্রাপ্ত সকল তথ্য নিয়েই প্রতিবেদন তৈরি করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থার সহায়তা গ্রহণ করে কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী, সেটা বের করবে। এ বিষয়ে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতার আহবান জানান তিনি।

অন্যদিকে নীলফামারীতে এক দফার আন্দোলনে রাজপথে শিক্ষার্থীরা নীলফামারী সদরসহ ডোমার, জলঢাকা ও সৈয়দপুরে হাজার হাজার শিক্ষার্থীরা এক দফা দাবিতে রাজপথে বিক্ষোভ করেছে। এ সময় বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে নীলফামারী সদর থানা ঘেরাও করতে গেলে পুলিশ টিয়ারসেল ও রাবার 
বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা সৈয়দপুর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে আন্দোলনকারীরা সরে গেলে আওয়ামী লীগের লোকজন বিএনপির অফিস ভাংচুর করে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।

রোববার জেলায় ১২ জন আহত হয়েছে বলেও জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩