• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫০:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫০:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

১২ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৩৪:১৩

আখাউড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ১২ আগস্ট শনিবার দুপুরে দুর্ঘটনাস্থলে আসেন তদন্ত কমিটির ৩ সদস্য। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা জানিয়েছেন।

এর আগে, এ ঘটনা তদন্তের জন্য আখাউড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেককে আহ্বায়ক করে ৪ সদস্যদের একটি কমিটি গঠন করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা)।

কমিটির সদস্যরা হলেন, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমাডেন্ট, একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। ৭ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ডিআরএম (ঢাকা) মো. শফিকুর রহমান বরাবরে প্রতিবেদন দাখিল করার সময় ধার্য্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেক। তিনি বলেন, দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে তদন্ত কমিটির ৩ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৭ দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, মাজার শরীফের ওরশ উপলক্ষে যেহেতু বেশি লোকের সমাগম হয়। সেজন্য এসএসওয়ে আখাউড়া ট্রেন চালককে মাজার এলাকায় হর্ন দিয়ে দেখে শুনে যাওয়ার জন্য ওরশের একদিন আগে বার্তা পাঠানো হয়েছিল। 

জানা যায়, ১০ আগস্ট বৃহস্পতিবার থেকে আখাউড়া পৌরশহরের খড়মপুর কল্লা শহীদ (র.) বার্ষিক ওরশ শুরু হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে মাজার শরীফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেলপথ দিয়ে ভক্ত-আশেকানরা মাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেলওয়ে সেতু অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পরে ৪ জনের মৃত্যু হয়। ওই দিন রাতে ২ জন এবং পরদিন শুক্রবার নদী থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কমীর্রা।

নিহতরা হলো, নরসিংদী জেলার মাধবদি থানার নোয়াকান্দি গ্রামের গাজী মিয়ার পুত্র শুকুর মিয়া (৬০), একই জেলার পলাশ উপজেলার মোতালেব মিয়ার পুত্র মোজাম্মেল (২০), নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার চিলকান্দি গ্রামের তমিজ উদ্দিনের ছেরে মতি ভূঁইয়া (৫৫)। অপর ১ জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে একজন আহত হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, তাড়াহুড়া করে সেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে ৪ জন নিহত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩