• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাচ‌নে সকল প্রার্থীর ম‌নোনয়ন বৈধ‌

২৪ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩৪:২১

কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাচ‌নে সকল প্রার্থীর ম‌নোনয়ন বৈধ‌

কাল‌কি‌নি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার কাল‌কি‌নিতে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়া শেষে হয়েছে। নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদে মোট ১০ জন প্রার্থী তাদের কাগজপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে সকল (১০) প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে।

২৩ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অতি‌রিক্ত জেলা প্রশাসক সা‌র্বিক নুসরাত আজ‌মেরী হক ও রিটা‌নিং অফিসার এসব তথ্য জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার কাল‌কি‌নি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারুক, সা‌বেক উপজেলা চেয়ারম‌্যান ও আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক তৌ‌ফিকুজ্জামান শা‌হিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছা‌সেবকলীগের সাবেক সভাপতি  নুরুজ্জামান সরদার ও কয়ারিয়া  ইউনিয়ন ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পাপন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান প‌দে ম‌নোনয়ন পত্র দাখিল করেন তিন (৩) জন। তাদের মনোনয়ন বৈধ‌ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম‌্যান মো. শ‌হিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো. ইকবাল হোসেন ও আসাদুজ্জামান জামাল মোল্লা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিন (৩) জন প্রার্থী। তাদের সকলের মনোনয়ন পত্র বৈধ‌  ঘোঘণা করা হয়েছে। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম‌্যান আরিফা আক্তার বিথী, মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম ও কাজী নাস‌রিন।

উল্লেখ্য, ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন নিয়ে কালকিনি উপজেলা গঠিত। কালকিনি উপজেলায় ভোটার সংখ্যা মোট ১৮৫১০২। পুরুষ ভোটার ৯৬৩২৫, মহিলা ভোটার ৮৮৭৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। আগামী ২১ মে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২