• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪৪:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪৪:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ডিসির পক্ষ থেকে ছাতা ও স্যালাইন পেলেন খেটে খাওয়া মানুষ

১৫ মে ২০২৪ সকাল ০৮:৫৮:২৪

ডিসির পক্ষ থেকে ছাতা ও স্যালাইন পেলেন খেটে খাওয়া মানুষ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে প্রশাসনের উদ্যোগে কৃষক ও খেটে খাওয়া দিনমজুর মানুষকে তাপপ্রবাহ থেকে সস্তি ও সচেতন করার লক্ষ্যে ছাতা, স্যালাইন, গ্লুকোজ ও পানির পট প্রদান করা হয়েছে।

১৪ মে মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নেতৃত্ব উপজেলার বিভিন্ন এলাকায় ১২০ জনকে এসব সামগ্রী প্রদান করা হয়।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ থেকে ২শ’ ৫২ বছর পূর্বে কালেক্টর বা জেলা প্রশাসকের পদটির যাত্রা শুরু হয়। এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের পক্ষ থেকে  প্রান্তিক কৃষক ও খেটে খাওয়া দিনমজুর মানুষকে তীব্র তাপপ্রবাহ থেকে একটু সস্তি দিতে ও সচেতন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ সমস্ত সামগ্রী বিতরণ করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আজ থেকে ২শ’ ৫২ বছর পূর্বে ১৪ মে কালেক্টর বা জেলা প্রশাসক পদের যাত্রা শুরু হয়। তাই জেলা প্রশাসক এই দিনটি স্মরণীয় করে রাখতে, তীব্র তাপদাহ থেকে কৃষক ও খেটে খাওয়া দিনমজুর যারা তাপপ্রবাহের মধ্যে খোলা যায়গায় কাজ করেন, তারা যেন কিছুটা হলেও একটু সস্তি পেতে পারেন, এজন্যই তাদের মাঝে ছাতা, পানির পট, স্যালাইন ও গ্লুকোজ বিতরণ করা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩