• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৬:০২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৬:০২ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

২০ দিন বন্ধ তামাবিল স্থলবন্দর, কর্মহীন হাজারো শ্রমিক

৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৪:১৩

২০ দিন বন্ধ তামাবিল স্থলবন্দর, কর্মহীন হাজারো শ্রমিক

সিলেট প্রতিনিধি: সিলেটের তামাবিল স্থলবন্দরে ২০ দিন থেকে পাথর কয়লা আমদানি বন্ধ রয়েছে। ব্যস্ততম এ স্থলবন্দরে পাথর, কয়লা আমদানি বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, ব্যবসায়ীরা আমদানি বন্ধ রাখলেও খোলা রয়েছে স্থলবন্দর।

ভারত থেকে আমদানি করা পাথরবাহী ট্রাকে কাদামাটি, আবর্জনাসহ ওয়েস্কেলে কড়াকড়িতে ক্ষুব্ধ আমদানিকারকরা। ওজন জটিলতায় স্থানীয় ব্যবসায়ীরা ১৯ নভেম্বর থেকে ২০ দিন ধরে পাথর ও কয়লা আমদানি বন্ধ রেখেছেন। ফলে বেকার হয়ে পড়েছেন এ বন্দরের হাজার হাজার শ্রমিক।

ব্যবসায়ীরা জানান, ওজনে কড়াকড়ি থাকায় পাথর আমদানিতে ট্রাক প্রতি ন্যূনতম ১০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের পাশাপাশি সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে তামাবিল স্থলবন্দরে আমদানিকারকরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করেও কোন সুরাহা হচ্ছে না। সীমান্তের ওপারে পাথর ও কয়লাবাহী শত শত ট্রাক লাইনে দাঁড়িয়ে আছেন। রপ্তানিকারকরা এসব পণ্যবাহী ট্রাকের ক্ষতিপূরণ দাবি করছে।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমদানিতে ওজনে ছাড় দাবি করে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রাখায় এমন পরিস্থিতি হয়েছে। এখানকার মূল প্রোডাক্ট পাথর আমদানি বন্ধ রয়েছে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, পাথর ছাড়া অন্য পণ্যের আমদানি রপ্তানি চললেও কার্জত অচল হয়ে পড়েছে বন্দরটি। পাথর আমদানি ফের শুরু না হলে সহসাই অচলাবস্থা কাটার আশা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮