• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪১:৪৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪১:৪৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

আজ পল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

৭ আগস্ট ২০২৪ সকাল ০৮:১৫:৪২

আজ পল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৬ আগস্ট মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন  না কি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালিই উপস্থিত থাকবেন তিনি।

এতে বলা হয়, তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা।

সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিলেটে আশার নব নির্মিত ভবন উদ্বোধন
১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৫:১৭