সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিগত সরকারের সময় দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সেবারহাট বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি বাহার উল্লাহ বাহার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আহছান হাবিব ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন, সেক্রেটারী জহিরুল ইসলাম মাসুদ, ইউনিয়ন যুবদল সহ-সভাপতি গোলাম মাওলা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল ইসলাম শিমুল, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রাজু, শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্ব তারেক রহমানের বিরুদ্ধে বিগত সরকারের সময় দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান। বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্রজনতার আন্দোলনের মূল কুশিলব তারেক রহমান। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য ১৭ বছর ধরে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। এখন সরকরের নিকট দাবি তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার পথ সুগম করে দেওয়ার। অন্যথায় বিএনপি আবারও রাজপথে নামবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available