রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজানের বাগোয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় উপজেলার লাম্বুরহাট সুইচ গেইট মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফিরোজ আহমেদ, হাজি জসিম, হাবিবুল্লাহ মাস্টার, হাকিম চৌধুরী, ইসহাক, হানিফ মেম্বার, হাশেম, মোজাহের আলম, মাসুদ আলম, ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, অ্যাডভোকেট তাজুল, জনি, সেলিম উদ্দিন, শফিকুল আজম মানিক, মোমিন, রোকসান, মুসা খান, আব্দুর শুক্কুর, অ্যাডভোকেট মফিজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশের এ সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা উপস্থাপন করেছেন সেটি আগামীর সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ বাংলা বিনির্মাণের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এ ৩১ দফা বাস্তবায়নে নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available