আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকায় ৬ শতাধিক বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
২৫ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী সারদারগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের প্রকৌশলী কেএম মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।
এ ব্যাপারে প্রকৌশলী আবু শাহাদত সায়েম জানান, সকাল থেকে শুরু করে সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নভাবে আরও উপস্থিত ছিলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জোবিঅ আশুলিয়ার আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম (উপমহাব্যবস্থাপক -আবিবি সাভার) প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম ব্যবস্থাপক জোবিঅ আশুলিয়া, আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক, মো. সাকিব বিন আ. হান্নান, উপ-ব্যবস্থাপক, প্রকৌশলী মো. আসোয়াত হোসেন (সহকারী প্রকৌশলী), মো. সুমন আলী, উপ-সহকারী প্রকৌশলী, জোবিঅ-আশুলিয়া, সহ জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available