• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪০:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪০:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

২ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩৭:৩৬

কুমিল্লায় প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নগর ভবনের গেটে সিটি কর্পোরেশনের অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারীরা প্রকৌশলী শামসুল আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন।

এসময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিগত স্বৈরাচারী সরকারের আমলে কুমিল্লা সিটি করপোরেশন প্রধান নির্বাহী প্রকৌশলী শামসুল আলম বিএনপি করার অপবাদ দিয়ে অসংখ্য কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করেছে। এরপর তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমের বক্তব্য দেওয়ায় সর্বশেষ অনেকের চাকরি থেকে বরখাস্ত করেন।

ভুক্তভোগীরা হলেন- নজির মিয়া, রনি, সুফিয়া আক্তার, জহির মিয়া, জীবন মিয়া, দুলাল হোসেন, জুয়েল রানা, সাগর ও রাকিব। তার বলেন, আমাদের অপরাধ আমরা ওনার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য ও বিএনপির সমর্থক ছিলাম।

বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ ২০ বছরেও কুমিল্লার মায়া ত্যাগ করতে পারেননি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী শামসুল আলম। অদৃশ্য এক মায়ায় আটকে আছেন তিনি, পেয়েছেন উপসচিব থেকে যুগ্মসচিব পদমর্যাদা। দুর্নীতির দায়ে বেশ কয়েকবার দুদকের কাছে অভিযোগ যাওয়ার পরেও ক্ষমতাধরদের কারণে বারবার বেঁচে গেছেন এই কর্মকর্তা।

দীর্ঘ ২০ বছর ধরে কুমিল্লার সেটেলম্যান্ট, পরিবেশ, ওয়াসা ও সিটি কর্পোরেশনে কাজ করে যাচ্ছেন তিনি। সুসম্পর্ক রেখেছেন সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে। ঠিকাদারদের সাথে সুসম্পর্ক থাকার কারণে পেতেন বিশেষ সুযোগ সুবিধা। করতেন নিয়োগ বাণিজ্য, চেক জালিয়াতি, ডোবা-পুকুর ভরাট করে হোল্ডিং নাম্বার প্রদান, ওয়ার্ড সচিবদের চাকরি স্থায়ী করার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩ থেকে ৪ লক্ষ্য টাকা। দিয়েছেন অবৈধভাবে বিল্ডিং এর প্ল্যান পাশ।

সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ঠিকাদাররা জানায়, কাজ পাওয়ার জন্য এই কর্মকর্তার ঘরের বাজার পর্যন্ত করে দিতে হতো।  তার ঘনিষ্ঠ সহচর তুহিন ও সিটির দক্ষিণ কার্যালয়ের কিছু কর্মকর্তা কর্মচারীকে সাথে নিয়ে তার দুর্নীতির সাম্রাজ্য চালাতেন শামসুল।

তারাই টাকা পয়সা খরচ করে তাকে এতদিন ধরে রেখেছেন এই চেয়ারগুলোতে। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শামসুল নিজের ও স্ত্রীর নামে করেছেন কোটি টাকার সম্পদ। উনার স্ত্রী গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরি করার কারণে কল রেকর্ড ফাঁস করে ব্ল্যাকমেইলের হুমকিও দিতেন যারা প্রতিবাদ করতেন তাদের। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী শামসুল আলম বলেন, আমার বক্তব্যর কোন সুযোগ নেই। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩