• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২২:৪৭

পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লোকসানের অযুহাতে বন্ধ করে দেওয়া পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েক শত মানুষ।

৬ অক্টোবর রোববার দুপুরে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ও সর্বস্তরের জনগণের আয়োজনে পঞ্চগড় পৌরসভার মিলগেট বাজারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারী, আখচাষী, মিলগেট বাজারের ব্যবসায়ী, পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা, রাষ্ট্র সংস্কার আন্দোলন পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীসহ দুই শতাধিক স্থানীয় মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলেট, সাবেক শ্রমিক নেতা নায়েবুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) আবু বক্কর সিদ্দিক, রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ পঞ্চগড় শাখার আহ্বায়ক মাহাফুজার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক আরিফ উজ জামান, চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, লোকসানের অভিযোগ এনে দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই বন্ধ রয়েছে। এতে করে হাজারও শ্রমিক বেকার হয়ে দুর্বিষহ দিন পার করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়। পঞ্চগড় চিনিকলে চিনি মজুদ থাকা সত্ত্বেও ভারত থেকে চিনি আমদানি করেছেন তৎকালীন সরকারের প্রভাশালী লুটেরা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও তৎকালীন সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। পরে আওয়ামী লীগ সরকার কৌশলে লোকসানের অভিযোগ এনে ৬ সুগার মিলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেন। কিন্তু এই চিনিকলগুলোকে চিনি শিল্প কর্পোরেশনের ঋণের বোঝা বইতে হচ্ছে। স্থানীয়ভাবে চিনিকলগুলো লাভ করলেও লোকসান দেখানো হতো। ২০২০ সালের আগে ১২ কোটি টাকা লাভ করে পঞ্চগড় চিনিকল। তারপরেও বৈষম্যের শিকার হয়ে বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আগামীতে চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবি জানান বক্তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে তারা।

উল্লেখ্য, ২০২০ সালে বিপুল পরিমাণ লোকসানের কারণ দেখিয়ে পঞ্চগড় চিনিকলসহ ৬টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর স্থানীয়রা অনেক আন্দোলন ও প্রতিবাদ করলেও তা আর চালু করেনি পতিত আওয়ামী লীগ সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩