• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৬:১২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৬:১২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

আসছে চিনি ও ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা

১৬ অক্টোবর ২০২৩ রাত ০৯:০৬:৩৩

আসছে চিনি ও ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা

নিউজ ডেস্ক: ভোজ্য তেল ও চিনির দাম আরেক দফা কমানোর চিন্তা করছে সরকার। দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল গত শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। সভায় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়।

সভায় চিনি ও সয়াবিন তেলের ওপর আরোপিত শুল্ক কমানোর মাধ্যমে এই দুটি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, নানা কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় না। এখন যদি চিনি ও সয়াবিন তেলের ওপর থেকে শুল্ক কমানো হয়, তাহলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন আরও বাধাগ্রস্ত হবে।

আলোচনা শেষে চিনি ও সয়াবিন তেলের শুল্কহার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়। রোববারের মধ্যে এ বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। কিন্তু, সোমবার পর্যন্ত সে সিদ্ধান্ত জানা যায়নি। আশা করা যাচ্ছে, আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে সরকারের একটি সিদ্ধান্ত জানা যাবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা নির্ধারণ করেছিলো । যদিও ভোজ্যতেল বেশিরভাগ সময়ই নির্ধারিত দরে বিক্রি হয়। কিন্তু, চিনিতে দাম যেন কিছুতেই কমছিলো না। এখন প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে নির্ধারিত ১৩০ টাকায়। বাজারে প্রতি কেজি চিনি  বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। কোনো কোনো জায়গায় তা ১৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে বলে যানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২