• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫০:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫০:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

কমেছে সয়াবিন তেল ও চিনির দাম

১৩ আগস্ট ২০২৩ রাত ১০:০০:৪৬

কমেছে সয়াবিন তেল ও চিনির দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে। চিনির দাম কেজিতে ৫ টাকা এবং সয়াবিন তেলের দাম লিটার ৫ টাকা করে কমেছে। এখন থেকে প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা দামে কিনতে পারবে ভোক্তা।


১৩ আগস্ট রোববার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির দাম ১৩০ টাকা নির্ধারণ করে। বর্তমানে খোলা চিনি ১৩৫ এবং পরিশোধিত প্যাকেটজাত চিনি কেজি প্রতি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তা পর্যায়ে তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে সয়াবিন লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছিলো।  এ ছাড়া, খোলা সয়াবিনের নতুন দাম হবে ১৫৪ টাকা লিটার করা হয়েছে। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকা দরে।

১৩ আগস্ট রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

নতুন নির্ধারিত এ দাম ১৪ আগস্ট সোমবার থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম নির্ধারন করলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩