নীলফামারী প্রতিনিধি: ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে বীমা দিবস পালিত হয়েছে।
১ মার্চ শুক্রবার এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ।‘জাতীয় বীমা দিবস ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার “ক” ও “খ” গ্রুপ ভিত্তিক ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক -আল-মাসুদের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন ব্যাংক ও বীমার প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available