ঢাকা কলেজ প্রতিনিধি: ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি হারুনুর রসিদ হারুনসহ তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
১৬ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও মৃধা জুলহাসের নেতৃত্বে কলেজের শহিদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর কলেজের মূল ফটক থেকে সাইন্সল্যাব মোড় ঘুরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়।
বিজয় দিবসের বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ফেস্টুনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিতে যোগ দেন নেতাকর্মীরা। এসময় স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিজয় শোভাযাত্রায় ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস সূচনা বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের ৬ জন শহিদ রয়েছেন। মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের অবদান অপরিসীম। এছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকে। এদেশের স্বৈরাচার তাঁবেদার সরকারটিকে থাকতে পারবে না।
ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, আমাদের বিজয় ১ দিনে অর্জিত হয়নি। দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম। বিগত স্বৈরাচার সরকার স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে একটি দলের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। ইতিহাস বিকৃতকারী সেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিকসহ দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয় নাই। বর্তমান নিরপেক্ষ সরকার মামলা প্রত্যাহার করে নিয়েছে। এতে বোঝা যাচ্ছে সব মামলা ছিল মিথ্যা।
ঢাকা কলেজ ছাত্রসংসদের সর্বশেষ ভিপি চট্টগ্রাম বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রসিদ হারুন বলেন, শহিদ জিয়াউর রহমান শুধু ঘোষণা দেয়নি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। ১৬ বছরে স্বৈরাচার সরকার নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছিল। মানুষ ক্ষুদ্র পরিকল্পনাকারী আল্লাহ উত্তম ফয়সালাকারী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available