নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমি আজ এখানে আপনাদের কথা দিচ্ছি। আমি যদি ভবিষ্যতে দায়িত্ব পাই। আমার যদি সুযোগ হয়। তাহলে সবার আগে আপনাদের দখল হওয়া জায়গা আপনাদের ফিরিয়ে দেব।
১৮ ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কোকো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, এই জায়গা থেকে রূপগঞ্জের যে এক নেতা ছিল, গাজী সাহেব। তিনি এখান থেকেই জমি দখল করা শুরু করেছিল। আপনাদের অনেকের বাপ দাদার ভিটা আজকে নেই। সে এখানে অবৈধভাবে জায়গা দখল করেছে। আপনারা ঘুমের মধ্যে উঠে দেখেছেন আপনাদের বাড়িঘর বালু দিয়ে ভরাট করে ফেলা হয়েছে।
তিনি আরো বলেন, বিগত আমলে ভারতীয় শিল্পীদের আনা হত৷ এখন আবার পাকিস্তানি শিল্পীদের আনা হচ্ছে। আমাদের দেশনায়ক তারেক রহমান মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল অনুষ্ঠান করেছেন৷ এতেই প্রমাণ হয় তিনি দেশের শিল্পীদের কত ভালোবাসেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available