স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।
নাটোর বিআরটিএর বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগ দীর্ঘদিনের। এনিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়েছে।
অভিযানের সময় ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে দেয়া বেশ কয়েকজন সেবা গ্রহীতার সঙ্গে মুঠোফোনে কথা বলে অতিরিক্ত অর্থ আদায় ও অফিসে দালালদের দৌরাত্ম্যের সত্যতা পান দুদকের কর্মকর্তারা। পরে বিআরটিএ অফিসের সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসানসহ অফিসে কর্মরতদের জিজ্ঞাসাবাদ করেন তারা।
দুর্নীতি দমন কমিশনের রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক আমির হোসাইন জানান, বিআরটিএ’র নাটোর অফিসে কর্মরত কয়েকজনের বিরুদ্ধে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available