নিজস্ব প্রতিবেদক: সাবেক সরকারি কর্মকর্তা ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঈন আহমেদ নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দুদক এই সিদ্ধান্ত নেয়।
২ অক্টোবর দুদকের স্মারক নং- ০০.০১.০০০০.৫০৩,২৬,৪৭৯.২৪-৩৫৯৫৭ ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, মঈন আহমেদ কর্তৃক সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে দাখিল করা অভিযোগটি অনুসন্ধান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগপত্রে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।
এ বিষয়ে আলাউদ্দিন নাসিমে বলেছেন, ফেনীর পশুরাম উপজেলার গুথুমা গ্রামে মঈন আহমেদ নামে কোনো ব্যক্তি নেই। তাছাড়া তিনি উল্লিখিত অভিযোগের কোনো কিছুর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, সরকার পতনের পর একটি চক্র তার সম্মানহানীর জন্য দুদকে মিথ্যা অভিযোগ দাখিল করেছে।
তার বিরুদ্ধে দায়ের করা সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এই সাবেক সরকারি কর্মকর্তা বলেন, লোভ লালসার ঊর্ধ্বে উঠে নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে সারাজীবন কাজ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে থেকেছেন সামনের কাতারে।
তিনি জানান, চাকরি থেকে পদত্যাগের পর ব্যবসায়ী হিসেবে তিনি নতুন কর্মজীবন শুরু করেন। গত ১৬ বছর নিয়মিত কর প্রদান এবং নিয়মিত সব হিসাব-নিকাশ দাখিল করেছেন। একজন ব্যবসায়ী হিসেবে তার অর্জিত সম্পদ প্রদর্শন করেন, যা হলফনামায়ও দাখিল করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ২০২৪ সালের আগে আলাউদ্দিন নাসিম গত ১৬ বছর সরকার বা দলের কোনো পর্যায়ের কোনো অবস্থানে ছিলেন না, যা থেকে অনিয়ম বা দুর্নীতি করার সুযোগ আছে। চাকরি থেকে পদত্যাগের পর তিনি অনেকটা নিভৃত জীবনযাপন করেছেন এবং নিজের কাজ করেছেন। রাজনৈতিক ও চাকরি জীবনে কখনও দুর্নীতির সঙ্গে আপোষ করেননি। কখনও কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেননি। দেশের বাইরে কোথাও তার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। তার পরিচয় তিনি বাঙালি এবং বাংলাদেশই তার শেষ ঠিকানা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের কাছে ন্যায়বিচার আশা করেছেন রাজনীতিবিদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available