চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধা নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আধা ঘন্টার ব্যবধানে এ দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি গ্রামের মো. রুহুল আমীনের স্ত্রী মোসা. খাইরুন নেসা (৬০) ও শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগর গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. রাফি (৯)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, ‘২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি নতুনপাড়া এলাকায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক পথচারী খাইরুন নেসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক চালককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। এছাড়া ট্রাকটি জব্দ করে রাখা হয়েছে।’
অন্যদিকে বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে পুলিশ সার্জেন্ট মো. মতিউর রহমান একটি মোটরসাইকেল থামাতে যান। একই সময় পেছনে থাকা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ফলে অটোরিকশা উল্টে যায় এবং সেখানে মায়ের সঙ্গে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী মেডিকেলে নেয়ার পথেই ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে শিবতলা মোড়ে দুর্ঘটনায় শিশু রাফির মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘তদন্ত শেষে সেই সার্জেন্টের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এলাকাবাসীর অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সার্জেন্ট মোটরসাইকেল ধরতে গেলে এমন দুর্ঘটনা ঘটে বলেও অভিযোগ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available