• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ ভোর ০৪:৪০:৪৯ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ ভোর ০৪:৪০:৪৯ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

১৩ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৪৯:৫৮

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ডৌয়তলায় ঈদের দিন রাতে মোটরসাইকেল দুর্ঘটনা ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ফরিদপুর থেকে বাইকে ঘুরতে আসা তিন বন্ধুর মধ্যে আলফাজ মাতুব্বর (২২) নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

এছাড়া, আলফাজের বাইকে থাকা অপর দুই বন্ধু মোস্তাক সর্দার ও মুস্তাকিনসহ আরও ১ জন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনার পর আহত তিনজনের মধ্য ওই পথচারীরও মৃত্যু হয়।

নিহত ওই পথচারীর নাম তরিকুল শেখ (৪৫)। তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামে মৃত আব্দুল ওদুদের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, ঢাকাতে ড্রাইভারের চাকরি করতেন তরিকুল। ঈদের কয়েকদিন আগে সদর উপজেলার মূলদাইড় গ্রামে ছোট বোন সাজেদা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। ঈদের দিন সন্ধ্যায় বোনের বাড়ির পাশে ডৌয়তলায় ঢাকা-নড়াইল মহাসড়কের পাশে 'চা' খেতে আসেন। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তরিকুলের ভাতিজা মাহমুদ শেখ বলেন, তার চাচা এসেছিলেন ছোট ফুফুর বাসায় বেড়াতে। সেখান থেকে চা খেতে বাইরে বের হন। পরে রাত ১১টার দিকে তারা জানতে পারেন তাদের চাচা দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে এসে তারা মরদেহ শনাক্ত করে দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যান।

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে  পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন  বলেন, ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। তবে প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিচয় মিলেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬