• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৩:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৩:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গৃহবধূর চোখ-মুখ বেঁধে পাশবিক নির্যাতন, অতঃপর ডাকাতি

১২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫১:৫৬

গৃহবধূর চোখ-মুখ বেঁধে পাশবিক নির্যাতন, অতঃপর ডাকাতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গৃহবধূর চোখে-মুখে আঠা ও বেঁধে রেখে পাশবিক নির্যাতনের পর ডাকাতির ঘটনা ঘটেছে। ১১ ফেব্রুয়ারি রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার রাড়ুলীতে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত দলের সদস্য এ ঘটনা ঘটায়। সোমবার ভোরে পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

গৃহবধূর স্বামী ও স্থানীয়রা জানায়, ব্যবসায়ীক কাজে গৃহবধূর স্বামী গড়ইখালীতে থাকার সুযোগে রোববার রাতে অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর ওই গৃহবধূর চোখে মুখে সুপার গ্লু আঠা দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে রেখে কানের দুল ও নাকফুল ছিড়ে নেয়।

এরপর বাড়ির আসবাবপত্র তছনছ করে আলমারি ও বাক্সে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটকরে নিয়ে যায়। এসময় ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা ধারণা করছেন। সোমবার ভোরে পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে তার শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এ খবর প্রকাশের আগ পর্যন্ত তিনি অচেতন ছিলেন।

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাত ডাকাতরা তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ও তার স্ত্রীকে পাশবিক নির্যাতন করেছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি ওবাইদুর রহমান আরও বলেন, ভিকটিমের শারিরীক অবস্থা খারাপ থাকায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি অচেতন রয়েছেন। ওই গৃহবধূর সাথে ঠিক কি ঘটেছে সেটা নিশ্চিতভাবে না জেনে কোনো কিছু জানানো যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩