• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫২:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বামনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ডাকাতকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

১৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৯:৪০

বামনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ডাকাতকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুটে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. ফাতিমা বেগম (৬৮)। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী।

১৩ নভেম্বর বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ফাতেমা বেগমের দুই ছেলেই সৌদি প্রবাসী। গ্রামের বাড়িতে শতবর্ষী স্বামীর সঙ্গে একাই থাকতেন ফাতেমা বেগম। রাতে ডাকাত দলের সদস্যরা বাড়িতে গিয়ে দরজা খুলতে বললে কিছু না বুঝেই ঘরের দরজা খুলে দেন। পরে ঘরে প্রবেশ করে ডাকাতি করার সময় ডাকাতদের চিনে ফেলায় ফাতেমা বেগমকে হত্যা করে পালিয়ে যান ডাকাতরা।

নিহত ফাতেমা বেগমের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, রাত ৯টার সময়ও বোনের সঙ্গে আমার বড় ভাইয়ের মোবাইল ফোনে কথা হয়। পরে রাত ৩টার দিকে খবর পাই ডাকাতের হাতে আমার বোন নিহত হয়েছেন। এলাকায় কারো সঙ্গে কোনো প্রকার ঝামেলা ছিল না বলেও জানান তিনি।

নিহতের ভাইয়ের ছেলে আবু জাফর বলেন, আমার ফুপুর দুই ছেলে সৌদি প্রবাসী। বাড়িতে তেমন কেউ না থাকার সুযোগে ঘরে টাকা-পয়সা ও দামি মালামালসহ স্বর্ণালংকার থাকতে পারে এমন চিন্তায় ডাকাতরা হামলার ঘটনা ঘটাতে পারে।

নিহতের স্বামী খোরশেদ জমাদ্দার জানায়, ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তখন তার স্ত্রী দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এসময় তার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা শতবর্ষী খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরে ডাকাত দল ঘরের আলমারি ভেঙ্গে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কি পরিমাণ মালামাল ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে তা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।

দুপরে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ডিবি ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা শাখা ও পুলিশের দুটি টিম কাজ শুরু করছে। এছাড়াও ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ জানালে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩