• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩২:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩২:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুলের বিরুদ্ধে

৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩১:৩৪

সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুলের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি: মহা-পরিচালকের আত্মীয় পরিচয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোনা বারহাট্টার (অ. দ্বা.) ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম ও বারহাট্টা ফায়ার স্টেশনের লিডার বিপুল কুমার ঘোষের বিরুদ্ধে। এ বিষয়ে মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন বারহাট্টা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার, ড্রাইভারসহ ১২ জন স্টাফ।

মহড়া/গণসংযোগ না করেও জ্বালানি উত্তোলন, লাইসেন্স বাণিজ্য, ফায়ার এক্সট্রিং গুইসার বাণিজ্য, স্টেশনের পুরাতন মালামাল বিলবোর্ড গ্রিল বিক্রি, নিজ ক্ষমতাবলে বাউন্ডারির বনজ, ফলজ ও ঔষধি গাছ অপসারণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অন্তহীন অভিযোগ ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে।

ইন্সপেক্টর জহিরুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও চাঁদাবাজির কবল থেকে রেহায় পায়নি স্টেশনে কর্মরত স্টাফরাও। যোগদানের পর থেকেই লিডার বিপুল কুমার ঘোষের মাধ্যমে  ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামকে উন্নয়ন ফান্ডের নামে ২১০ টাকা হারে প্রত্যেক স্টাফকে দিতে হয়। এছাড়াও নিজ খরচের জন্য বহুবার ১০০ টাকা হারে দিতে হয়েছে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামকে।

এমনকি, ফায়ার ফাইটারদের সাময়িক ব্যারাক বিশ্রাম করতে হলেও আউট পাশ বাবদ দিতে হয় ৫০ টাকা। সিএল ছুটি নিয়ে বাড়িতে গেলেও ওয়্যারহাউজ ইনস্পেকটর মো. জহিরুল ইসলামকে দিতে হয়।

বদলীজনিত ফেয়ারওয়েলে প্রত্যেক স্টাফকেই ২০০ টাকা হারে চাঁদা দিতে হয়। যার ২৫℅ ভোগ করেন ওয়্যারহাউজ ইনস্পেকটর মো. জহিরুল ইসলাম।

এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুশি করতে স্টেশনের সকল স্টাফদের কাছ থেকে মাসিক ২০০ টাকা হারে চাঁদা আদায় করেন ওয়্যারহাউজ ইনস্পেকটর।

ওয়্যারহাউজ ইনস্পেকটর মো. জহিরুল ইসলামের সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে প্রমাণসহ মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগের পরপরই কয়েকজনকে অন্য স্টেশনে সরিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে বারহাট্টা ফায়ার স্টেশনে গেলে অভিযুক্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে এটা তাদের ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ বিষয় বলে জানান তিনি। অন্যদিকে সকল অভিযোগ অস্বীকার করেন, লিডার বিপুল কুমার ঘোষ।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আমি নতুন। যোগাযোগ করেছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩