• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

৯ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২৫:০৯

লংগদুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালন করা হয়েছে।

৯ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায়  লংগদু উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

পরে পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে দুর্নীতিবিরোধী এক র‍্যালি বের হয়। র‌্যালিটি প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

লংগদু উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক এখলাছ মিঞা খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাফেজ মাও. ফোরকান আহমদ।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার ওসি তদন্ত জালাল উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা প্রমুখ।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তারা বলেন, প্রত্যেকটি মানুষ নিজেকে পরিবর্তন ও সৎ করতে হবে। নিজেরা সচেতন হলে সমাজে আর দুর্নীতি হবে না। প্রত্যেকটি ব্যবসা, চাকরি ও অন্যান্য কর্মস্থলে নিজেরা সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩