দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর দুমকী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
দুর্নীতিবিরোধী কমিটির সহ-সভাপতি কাজী বেলাল হোসেন দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আ. কুদ্দুস।
এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা , সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available