নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রজনতার রক্ত ত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার ৫ আগস্ট জনরোষের মধ্যে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। দীর্ঘ সতেরো বছরের শাসনামলে বাংলাদেশকে ধ্বংস করে এখন আবার দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন তিনি।
১৪ আগস্ট বুধবার সকাল ১১টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত সবাইকে গ্রেফতার করা হবে আমি বিশ্বাস করি।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে। কোন ধরনের অরাজক ও হামলার সাথে কেউ কোথাও জড়িত হবেন না, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক শিক্ষার্থী ও জনতা নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আওয়ামী লীগ আবার পনেরো আগস্ট মাঠে নেমে সহিংসতা করে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমাদের দায়িত্ব রাজপথে থেকে সেটা প্রতিহত করা।
এ সময় জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পু, শওকত চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available