বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার পরমানন্দ সাহা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগ বিলুপ্তপ্রায় তিন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় অবৈধ বাধাজাল, চায়না দুয়ারি, কারেন্টজাল ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার নিষিদ্ধ জাল ব্যবহার করলে জরিমানার সাথে সাথে জেল খাটতে হবে। তিনি আরো বলেন, দেশের জীববৈচিত্র্য রক্ষার্থে ও দেশীয় প্রজাতির মাছের বিকল্প নাই। ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় প্রজাতির মাছ চেনাতে হলে অবশ্যই দেশীয় প্রজাতির মাছকে রক্ষা করতে হবে।
তাই যে সকল জাল দিয়ে দেশের রেনু পোনা, জাটকাসহ ছোট ছোট মাছের পোনা নিধন হয় সে সকল জাল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি জেলেরা বন্ধ না করে তাহলে আর্থিক জরিমানার সাথে সাথে ওই সকল অসাধু জেলেদেরকে জেল খাটতে হবে।
২৮ জুন শুক্রবার সকাল ১০টায় উজিরপুর পৌর সদরের ৯নং ওয়ার্ডের পরমানন্দসাহা বিলে দেশীয় প্রজাতির শিং, মাগুর ও পাবদা মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর এস,ডি এফ’র ক্লাস্টার অফিসার মো. রুস্তম আলী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, দফতর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, পরমানন্দসাহা মৎস্যজীবী গ্রাম সংগঠনের সভাপতি আব্দুল মালেক ঢালী, সাকরাল মৎস্যজীবী গ্রাম সংগঠনের সভাপতি মো. শুক্কুর আলী ও উজিরপুর উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি মো. মোরশেদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দেশের ২৬০টি দেশীয় প্রজাতির মাছ রয়েছে, এর মধ্যে ৬৩ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। তাই এ সকল বিলুপ্তপ্রায় মাছকে জলাশয়ে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর উপজেলার বিভিন্ন অঞ্চলে অভয় আশ্রম তৈরি করেছেন। এ সকল অভয়া আশ্রমের মাছ রক্ষার জন্য স্থানীয় সুবিধাভোগীদেরকে নিয়ে শক্তিশালী কমিটি করে মাছ রাখার চেষ্টা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available