• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৪:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাবিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

২৩ মার্চ ২০২৪ দুপুর ১২:০৯:১৪

ঢাবিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি: বিভিন্নস্থানে ধর্মীয় অবমাননা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফেনীতে ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

২২ মার্চ শুক্রবার জুমার নামাজের পর মানিকগঞ্জ সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসলাম ধর্মের অবমাননা ও দেশের বিভিন্ন স্থানের ইফতার মাহফিলে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

দারুল উলূম মানিকগঞ্জ মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী আবু তাসনীম ওবায়দুল্লাহের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন: মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ইসলাম ধর্ম ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী হযরত  মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যে কটুক্তি করছে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

কিন্তু দুঃখের বিষয় তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করায় বার বার এমন কাজ করার সাহস পাচ্ছে। পাশাপাশি ইফতার মাহফিল মুসলমানদের বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। মুসলিম প্রধান দেশে ঢাবিসহ দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটছে যা ইসলাম বিদ্বেষীদের একটি ষড়যন্ত্রের অংশ।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে শক্তিশালী আইন করে শাস্তির দাবি জানাচ্ছি। পরে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়। এ সময় বিক্ষোভে শহরের প্রতিটি মসজিদ থেকে মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩