নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ২৩ বছর বয়সী গর্ভবতী এক গৃহবধূকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে ৮ মার্চ শনিবার বিকেলে মাধবদী থানা পুলিশ ইকবাল নামে একজনকে আটক করেছে।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে নরসিংদীর পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা।
নরসিংদী মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনানুগ প্রক্রিয়া চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available