রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় চাঞ্চল্যকর ৪র্থ শ্রেণীর শিশুকে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামী লিটনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে ফরিদপুর র্যাব-১০।
১৫ অক্টোবর রোববার দুপুরে ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাবালিকা শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী লিটন উদ্দিনকেকে (৩৬) গ্রেফতার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে (১২) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো লিটন। এ ঘটনায় তার পরিবারকে জানায় ভুক্তভোগী শিশু। পরে ভুক্তভোগীর বাবা লিটনকে উত্যক্ত না করার জন্য সাবধান করে। এতে ক্ষিপ্ত হয়ে লিটন তার ২ সহযোগীকে নিয়ে ২৪শে সেপ্টেম্বর সকালে ঐ শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। এসময় তাকে একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে আসে অপহরণকারীরা। পরবর্তিতে লিটন ঢাকায় তার ভারা করা বাসায় ভুক্তভোগী শিশুকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
২৭ সেপ্টেম্বর বুধবার কৌশলে লিটনের কাছ থেকে পালিয়ে বাবা-মায়ের কাছে চলে আসে এ শিশু। পরে অপহরণ ও ধর্ষণের শিকার শিশুর পিতা বাদি হয়ে লিটন ও তার ২ সহযোগীকে আসামি করে রাজবাড়ী থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে। মামলা হওয়ার বিষয়ে জানতে পেরে আত্মগোপনে চলে যায় লিটন।
র্যাব জানায় গ্রেফতার লিটনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available