ঠাকুরগাঁও প্রতিনিধি: মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের ৯০০ প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ধানের বীজ প্রদান করা হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলার বড়বাড়ি ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, হারভেস্ট পাসের বিভাগীয় সমন্বয়ক জাকিরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশর ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেনসহ স্থানীয় দুই শতাধিক কৃষক কৃষানি।
পরে কৃষক-কৃষাণীদের ব্রি-ধান ৭৪ ও ১০০ জাতের ৪ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। ধানের বীজ পেয়ে খুশি স্থানীয় প্রান্তিক এসব সাধারণ মানুষ। এলাকায় পাওয়া বীজের থেকে সংস্থা থেকে পাওয়া বিভিন্ন জাতের বীজের উৎপাদন ও ফলন বেশি হয় বলেও জানান এসব লোকজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available