• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গলাচিপায় ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

৩১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৫:৪৫

গলাচিপায় ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা ২০২৩-২৪ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৩০ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কিসমত হরিদেবপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে কৃষকরা যেমনি লাভবান হচ্ছেন, তেমনি দেশ দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অধিদফতরের পরামর্শ অনুযায়ী কৃষক ভাইরা সরকারের এই প্রজেক্টকে সফল করবেন এই প্রত্যাশা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা ও গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক প্রতিনিধি কাওসার আহম্মেদ তালুকদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলমসহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩