• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০৫:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

৮ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৫০:০০

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজন করলো পিএইডি ও লেখক সম্মাননা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

৬ জুন বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক এ সম্মাননা পেয়েছেন। ২০২৪ সালে প্রকাশিত বইয়ের প্রেক্ষিতে লেখক সম্মাননা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ এবং সকল শিক্ষকের সত:স্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।

শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন প্রধান অতিথি অধ্যাপক ড. হাসিনা খান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত  শিক্ষক ও জনবল নিশ্চিতকরণসহ বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কার্যক্রমের বিষয়ে কার্যকরী উদ্যোগ নেবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি।

শিক্ষক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানের গুরুত্ব এবং শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বক্ষণিক উদ্যোগ ও আন্তরিকতা বিষয়ে বক্তব্য প্রদান করেন প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

শিক্ষক সমিতির উদ্যোগের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন এই প্রথম। পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক এবং লেখকদের কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অনুভূতি প্রকাশে বক্তব্য রাখা শিক্ষকবৃন্দ৷ শিক্ষক সমিতি সর্বদা শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩