পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন হেল্পের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ জানুয়ারি শনিবার প্রধান উপদেষ্টা সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়, প্রতিষ্ঠাতা সভাপতি মো. লাবলু হাসান, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমেন।
নতুন এই কমিটতে আরও রয়েছেন, সহ-সভাপতি, কিরন হোসেন, আরিফুজ্জামান শান্ত, আশিক আলী, আসমাউল হুসনা, শামীম রেজা, তাসনিমুল হাসান সাইফ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, সম্পদ সাহা, মুসাব্বির আসান, মিন শাহরিয়ার রহমান নিলয়, মাহফুজ রানা, নাজমুল হুদা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন, উজ্জল মন্ডল, কৃষ্ণ পাল, নাদির আহমেদ এবং জান্নাতুল মিম।
কমিটির নতুন সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, হেল্পের প্রতিষ্ঠাতাসহ পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা মনে করেছেন আমাকে উপযুক্ত বলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমার ভয় হয় জানি না তাদের মত ভাবনা, চিন্তা, নিবেদিত হতে পারব কিনা।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি হেল্প সংগঠনের পক্ষ থেকে সমাজে সকল সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য সর্বদা কাজ করে যাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available