• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪০:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪০:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বই আলোচনা

বইমেলায় নোমান সাদীর ‘যেখানে মৃত্যুবরণ পাপ’

২২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৪:৩৮

বইমেলায় নোমান সাদীর ‘যেখানে মৃত্যুবরণ পাপ’

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে নোমান সাদী’র প্রথম বই (গল্পগ্রন্থ) ‘যেখানে মৃত্যুবরণ পাপ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা দূরবীণ। সাইন্স ফিকশন এবং অতিপ্রাকৃত জনরার এই বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই।

বইটির মলাট মূল্য ৪০০ টাকা। বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৫৩৪-৫৩৫ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটির প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘যেখানে মৃত্যুবরণ পাপ’ একটি গল্পের বই। এতে বিভিন্ন ধাঁচের গল্প রয়েছে। গল্পগুলো আসলেই দারুণ। বইটি নিয়ে আমি আশাবাদী। নোমান সাদী এবং তার বইয়ের জন্য অনেক শুভ কামনা রইলো।

নোমান সাদী’র জন্ম চট্টগ্রামের সীতাকুণ্ডে। পৈতৃক নিবাস পিরোজপুর জেলায়। তবে তিনি বেড়ে উঠেছেন রাজধানী ঢাকায়। বর্তমানে পড়াশোনা করছেন নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।

প্রসঙ্গত, লেখালেখির পাশাপাশি নোমান সাদী সাহিত্যের আরও বেশ কিছু কার্যক্রমের সাথে যুক্ত। তার প্রতিষ্ঠিত সংগঠন অতিভূজ কাজ করছে বই এবং বইয়ের মানুষদের নিয়ে। এছাড়াও অতিশয় আড্ডা নামে একটি লাইভ শো’তে তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। যেখানে নবীন ও প্রবীণ লেখকদের সাথে তিনি বই নিয়ে কথা বলেন। নোমান সাদী অতিসৃজন নামের একটি ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন (অনলাইন) নিয়মিত সম্পাদনা করে আসছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩