কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: সাংবাদিক হত্যাচেষ্টা নিয়ে আদালতের চলমান বিচারকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে মামলার আসামিরা। গত ১০ জুলাই আদালতের বিচারাধীন ওই মামলার ৩ নং আসামি মো. সেলিম মাতবর ও আসামি শরিফ জুনায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারকের স্বাক্ষরিত গোপনীয় নথির তথ্য ফাঁস ও বাদীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য পোস্ট করলে মুহূর্তের মধ্যে এটি নিয়ে আলোচনার ঝড় ওঠে।
ফলে কুতুবদিয়াজুড়ে আদালতের বিচারাধীন মামলাটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ১৯ এপ্রিল সাংবাদিক মিজানুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে কুতুবদিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর ও তাদের ছোট ভাই চট্টগ্রামের ৮ মার্ডর মামলার আসামি জামায়াতের ক্যাডার মো. সেলিম মাতবর আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
মামলার বাদী সাংবাদিক মিজানুর রহমান বলেন, আসামিরা জেল থেকে বেরিয়ে আদালতের বিচারাধীন মামলাটিকে কীভাবে প্রশ্নবিদ্ধ করবে সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়। সর্বশেষ ১০ জুলাই ওই মামলার গোপনীয় নথিপত্র কৌশলে হাতে নিয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিবেদনে বিচারকের স্বাক্ষরিত গোপনীয় তথ্য ও বাদীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করে আসামিরা ফেসবুকে পোস্ট করেন।
এ প্রসঙ্গে কুতুবদিয়া আদালতের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, এটি সম্পূর্ণ একটি বেআইনি কাজ। যেখানে একটি মামলা বিচারাধীন, সেখানে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরসহ গোপন নথি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো অন্যায়, যা আইনত অপরাধ। এতে আদালতের ভাবমর্যাদা নষ্ট হয়। সুতরাং যারা এই তথ্য ফেসবুকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আর কেউ বেআইনি কাজ করতে সাহস পাবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available