• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩০:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩০:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাগঞ্জে পাগলা নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

৩০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৪:৪৯

চাঁপাইনবাগঞ্জে পাগলা নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের পাগলা নদীতে ঝাঁপ দিয়ে সুমন (২৬) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর বুধবার বেলা ১১টায় নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করে।

মৃত সুমন সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

সুমনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, সুমন মানসিক ভারসাম্যহীন ছিলো। তিনি দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলো। মঙ্গলবার দুপুরে গোসল করতে বাড়ি থেকে বের হয়। রামচন্দ্রপুরহাট-কুথনীপাড়া হাসপাতাল ঘাটে গিয়ে বেলা দেড়টার দিকে ব্রিজের উপর থেকে পাগলা নদীতে ঝাঁপ দেয় সুমন। কিন্তু সে সাঁতরে আর তীরে উঠতে পারেনি। নিখোঁজের ২১ ঘন্টা পর বুধবার একই স্থান থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।

রানিহাটী ইউনয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। পাগলা নদীতে সুমনকে অনেক খোঁজাখুঁজির ২১ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ২১ ঘন্টা পর সুমনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩