রাঙামাটি প্রতিনিধি: দীর্ঘ নয় বছর পর চলতি বছরের ২৯ এপ্রিল রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় একমাস পর এক বছর মেয়াদে রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৯ জুন শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে কমিটির তালিকা আপলোড করে উল্লেখ করেন, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত তালিকায় মো. রনি হোসেনকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক করে সহ-সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সম্পাদক পদে ১০ ও সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সহ-সভাপতি পদে আছেন দীপঙ্কর দে, অভি মারমা, মঞ্জুরুল কবির ইমন, খালেদ সাইফুল্ল্যা রুবেল, হাসান মুরাদ, সোহেল চাকমা, তারেক হোসেন মাহিম, বেলাল খান, বনি মাহমুদ, তপন ত্রিপুরা, জাকির হোসাইন, এ কে এম ফজলুল হক সুজন, শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়, বিজয় বড়ুয়া শোভন, মো. আশরাফুল হক, আসিফ সালেহ বিন কামাল নোয়েল, মো. আব্দুল মোতালেব, ফাতেমা তুজ জোহরা রেশমী, ইউনুস মিয়া, নোবেল চাকমা, ইমাম হাসান, থুই মং চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মাহিন, আরিফুল ইসলাম মানিক, এ বি এম জোনায়েত, আজাদ আজিম রিমন, মান্না পাল, সাব্বির রহমান, মো. শাকিল আহমেদ, সাদমান আহমেদ তামিম, অপু দেবনাথ, মংসুইক্য মারমা (মং), মো. পারভেজ, উজ্জ্বল চাকমা, তাজুল ইসলাম রাজু, রুবেল ঘোষ, মিনহাজুর রহমান, মিঠু বড়ুয়া, মো. রাকিবুর রহমান, বকুল চাকমা।
১০ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন: সাইথোয়াই অং চৌধুরী (সুইথি চৌধুরী), আনোয়ার হোসেন কায়সার, সামশুল আলম, মো. সোহেল রানা, এন্টন চাকমা, আসাদুজ্জামান ইফাত, মুন্না দেব, প্রত্যয় চাকমা, মো. জুয়েল উদ্দিন ও শুভ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন হলেন: নেছার উদ্দিন হৃদয়, বর্ষা চাকমা, তাসকিয়া রহমান, সুজয় চাকমা, আকিব মাহমুদ, মীর মো. মোসলেহ উদ্দিন ইমরুজ, অয়ন ত্রিপুরা শুভ, মো. নাজমুল হাসান বাপ্পু, মো. ইউসুফ হোসেন ও মধু মঙ্গল তঞ্চঙ্গ্যা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available